সােয়াইন ফ্লু-ভারতে সোয়াইন ফ্লু মৃত ৩৩

ভারতের রাজধানী নয়াদিল্লি, হরিয়ানা ও তেলেঙ্গানায় আরও ৭০ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে এবং এতে এখন পর্যন্ত ৩৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

দিল্লিতে মঙ্গলবার নতুন করে ২৬ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর রাজধানীতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে ২৮৫ জন হয়েছে। হরিয়ানায় ৪১ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে এবং সাত জনের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানায় গত ২৪ ঘণ্টায় এক নারীসহ আরও তিন জন সোয়াইন ফ্লুতে মারা গেছে। এ নিয়ে চলতি মৌসুমে এ রাজ্যে মোট ২৫ জন প্রাণ হারাল।

রাজ্যের সোয়াইন ফ্লু বিষয়ক মুখপাত্র ড. নরেন্দ্রনাথ হায়দ্রাবাদে গত সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে হয়েছে ৪১৪।

মঙ্গলবার চণ্ডিগড়ে সব জেলার সিভিল সার্জনদের সঙ্গে ভিডিও কনফারেন্সের পর স্বাস্থ্যবিষয়ক অতিরিক্ত মুখ্যসচিব রাম নিবাস এ তথ্য দেন। তিনি বলেন, সোয়াইন ফ্লু আক্রান্তদের দ্রুত চিকিৎসা দিতে সব সিভিল সার্জনকে নির্র্দেশ দেয়া হয়েছে।

রাজস্থানে গত ২৭ দিনে সোয়াইন ফ্লুতে ২৭ জন প্রাণ হারিয়েছে। এছাড়া ১১৩ জনের শরীরে এ রোগের জীবাণু পাওয়া গেছে। দিল্লি সরকারের স্বাস্থ্য কর্মকর্তা আরএন দাস বলেন, সোয়াইন ফ্লু আক্রান্তদের চিকিৎসার জন্য ১৮টি নির্ধারিত হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। এএফপি।

– See more at: http://www.jugantor.com/ten-horizon/2015/01/29/212158#sthash.iizknWoe.dpuf