বুক রিভিউ: Where there is no doctor

সুমন মোহাম্মদ (এস.এইচ.এস.এম.সি)
ধরুন চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আপনার ধারনা খুবই কম। হঠাৎ করে আপনার আশেপাশে কেউ, কিংবা আপনি নিজেই অসুস্থ হয়ে পড়লেন। আশেপাশে কোন ডাক্তার নেই। উপস্থিত কি করনীয়, সেটা নিয়ে আপনি খুব চিন্তায় পড়ে গেলেন। যাই হোক সবকিছুর পর জীবন তো বাঁচাতে হবে। সেক্ষেত্রে আপনি নিজেই হয়ে যেতে পারেন একজন ডাক্তার যদি Where there is no doctor বইটি আপনার পড়া থাকে। কারন একজন চিকিৎসকের অনুপস্থিতিতে বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধ ও প্রতিকার করার সকল উপায় খুব সুন্দর ও সুশৃঙ্খলভাবে বর্ণনা করা হয়েছে বইটিতে। যাতে করে স্বল্পশিক্ষিত একজন মানুষও প্রয়োজনীয় মুহূর্তে একজন চিকিৎসকের ভূমিকা পালন করতে পারেন।
Where there is no doctor– বইটিকে গ্রাম্য স্বাস্থ্যসেবার হ্যান্ডবুক বলা হয়। উধারফ ডবৎহবৎ নামের একজন চিকিৎসক ওয়েস্টার্ন মেক্সিকোতে চিকিৎসা সম্পর্কিত “Pixata” প্রজেক্ট নিয়ে কাজ করার সময় অর্জিত অভিজ্ঞতার আলোকে ১৯৭০ সালে বইটি রচনা করেন। পৃথিবীর ১০০ টিরও বেশি ভাষায় অনূদিত এই বইটির এক মিলিয়নের ও বেশি কপি বিক্রি হয়েছে। কাগজের বই এর পাশাপাশি বইটির ঈউ ও পাওয়া যাচ্ছে। ইচ্ছা করলে যেকোনো ফরম্যাটেই আপনি বইটি সংরক্ষণ করতে পারেন।
সর্বসাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য বইটিতে ডায়রিয়া থেকে শুরু করে ম্যালেরিয়া, হাড় ভাঙ্গা, দাদ ইত্যাদি রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। যাতে করে একজন সাধারন মানুষ এসব রোগের বিরুদ্ধে রুখে দাড়াতে পারে। স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যসম্মত খাবার এবং ভ্যাক্সিনেশনের উপর বইটিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। পাঠকের কাছে বইটি এই কারনে জনপ্রিয় যে- রোগ প্রতিরোধ, রোগ শনাক্তকরণ এবং পরিচিত বিভিন্ন রোগের চিকিৎসা সম্পর্কে যাবতীয় বিষয় বইটিতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আর যেসব রোগের শনাক্তকরন তার দ্বারা সম্ভব নয়, সেক্ষেত্রে রোগীকে ভালো কোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করতে বইটি নির্দেশনা দেয়। একবিংশ শতাব্দীর স্বাস্থ্য চাহিদা পূরণে বইটির সর্বশেষ সংস্করণে অওউঝ, ক্যান্সার, ডায়বেটিস, ডেঙ্গু জ্বর, অকাল গর্ভপাতের সমস্যা, মাদকাসক্তি, প্রাথমিক চিকিৎসা, প্রসব এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য যোগ করা হয়েছে।